বন্ধু তুমি সতেজ  সবুজ
      লাও লতা,
বন্ধু তোমার ঠোঁটের কোণ
      প্রেম গাঁথা।
বন্ধু তোমার বুক দুর্ দুর্
      কণ্ঠ মরু,
বন্ধু তোমার লাজুক চোখে
     প্রেম শুরু।
বন্ধু তোমার হাতের ছোঁয়া
     মন উদাস,
বন্ধু তোমার কোমল পরশ
   দক্ষিণ বাতাস।
বন্ধু তোমার চক্ষু ধনু
   মন মাতাল,
বন্ধু তোমার দুলকি চাল
উথাল পাথাল।
বন্ধু তোমার মিষ্টি মুখ
প্রাণের সুখ,
বন্ধু তোমার উষ্ণ বুক
স্বর্গ সুখ।
বন্ধু তোমার রাগ অভিমান
বাউল বাতাস,
বন্ধু তুমি মুখ ফেরালে
হা-হু-তাস।
বন্ধু তুমি রাত বিরেতে
স্বপ্ন সাথী,
বন্ধু তুমি মন বাউলের
প্রাণ পাখি।
বন্ধু তুমি অভয় দিলে
বাঁচতে পারি,
বন্ধু তুমি দ্বার খুললে
  নাইতে পারি।