বহতা প্রেম
অচিন্ত্য সরকার
সময় ধারার সাথে,খেলা করে প্রেম,
আকাশের বুক জুড়ে,নানা রঙ মেঘ
বাতাসের পাল তুলে,বাড়ে কমে বেগ
আগুনের জ্বালা মেখে,খাঁটি হয় হেম।
গ্রীষ্মের রুদ্র তাপস,শরীরী জ্বলন,
পুড়ে পুড়ে শান্ত হয়,বর্ষা ধারা বয়
শান্ত বলাকা পাখায়,হাতে হাত রয়
হেমন্ত পূর্ণতা আনে,শিথিল চলন।
কুঁচকানো ত্বক জুড়ে,কম্বলী উষ্ণতা,
ঝরাপাতা মায়া বাড়ে, পতন ইঙ্গিতে
বসন্ত ফুলের দোলা, মালার ছবিতে
ফিরে ফিরে পিছু টানে,ডাক দেয় মিতা।
প্রেমের রঙিণ কাঁচে,ঘষা লাগা ছাপ,
সময় পাতার ভাঁজে,শুকনো গোলাপ।