অসুর ফাঁদে
অচিন্ত্য সরকার
মিথ্যের ভীড় আর দূষণ আঁধার ঠেলে
ক্ষণিকের অবসরে স্মৃতির ডানা মেলে
যখন পিছন ফিরে দেখি দু'চোখ মেলে
নিষ্পাপ সততার গোলক।
বুদ্ধিদীপ্ত চোখ জুড়ে স্বপ্নের আনাগোনা
শেখার বোঝার আগ্রহে মন জুড়ে সোনা
ভক্তি,শ্রদ্ধা,বিনয়ে,মন দিয়ে পড়া শোনা
মন পুষ্ট শুষে জ্ঞানালোক।
দারিদ্রকে মানিয়েছে হার,মনের মানিক
সত্যের সোজা পথে সদা চলেছে সঠিক
বাধা সব করেছে জয় ভুল হয়নি দিক
কুটিল ফাঁদ পাতে দুষ্টু লোক।
সত্যের সাধক নিজে,অন্যরে করে বিশ্বাস
সেই সুযোগে চতুর দিয়েছে মিথ্যে আশ্বাস
সততার পরিশ্রমে গড়া স্বর্গে কীটানুর বাস
অসুর ফাঁদে কাঁদে স্বর্গলোক।