আশ্বাস
         অচিন্ত্য সরকার

অশুভ ভাবনারা ঘুরপাক খায়
গিরিখাতের কিনারা বরাবর....

বহুদূরের মিটিমিটি নক্ষত্র
ঘুমিয়ে পড়েছে কাছের মুখোশ খুলে...

কোথায় ধ্রুবতারা?

তার নিশ্চিন্ত আশ্বাস না পেলে
আমি যে ঘুমোতে পারছি না....

বিশুদ্ধ ধ্রুব আশ্বাস চাই
বিজ্ঞাপনী জৌলুস নয়...