আশায়
অচিন্ত্য সরকার
তোমার পানে চেয়ে আছি বসে
আসবে তুমি নতুন ভরসা নিয়ে
রোগ শোক মহামারী যাবে দূরে,
দূষণ,শোষণ মুক্ত পৃথিবী আবার
জীবনের গান গাইবে নতুন সুরে।
ঋতু আসবে আপন ছন্দ তালে
নীল আকাশে পাখি উড়বে মুক্ত
সবুজ পৃথিবীর টানে মুখর মাটি,
মানুষ বুঝবে আপন মূল্য সঠিক
সত্য লালন করে যত্নে পরিপাটি।
হৃদয় হৃদয় টানে অস্থির আনমনা
তোমার বুকে পাবো বিশুদ্ধ উষ্ণতা
সরল কৈশোরের অবুঝ পথ ধরে,
বাজার ঘুরে ঘুরে না কিনে জঞ্জাল
প্রেমের মাধুরীতে উঠবে ঘর ভরে।
(বি. দ্র.-আমার সকল পাঠক,পাঠিকা,বন্ধু ও অন্যান্য সকলের জন্য নতুন বছরে সুস্থতা আর শান্তি প্রার্থনা করি।)