আশা
অচিন্ত্য সরকার
অস্তরাগে তোমার ডাকে মন টা হলো উতাল.
তাই তো কথা দিলাম হয়ে দূর প্রেমে মাতাল।
বেঁচে যদি থাকি প্রিয়,কবিতা শুনতে যাবো,
ক্ষণিক হলেও শেষ ফাগুনে তোমার ছোঁয়া পবো।
তোমার কোলে মাথা রেখে থাকবো আমি শুয়ে,
তোমায় নিয়ে কবিতা গুলো,শোনাবে চুলে হাত বুলিয়ে।
তোমার মুখে চেয়ে চেয়ে শুনবো সে সব কবিতা,
মনে মনে কাব্যরানীর আঁকবো নতুন ছবি টা।
শেষ ফাগুনের রিক্ত শাখায় আটকে দীর্ঘশ্বাস,
দু'জনেই দেখবো স্বপ্নে,কচি পাতার আশ।
শূন্য মাঠ থাকবে চেয়ে বাঁকা চোখে জানি,
ভয় কি আর এখন বলো ওদের কানাকানি।
ভয় পেয়ে তো সেদিন থেকে,ছিলাম অনেক দূর,
রক্ত চক্ষুর সাধ্য কি হয়,কাটবে প্রেমের সুর!
বাউল বাতাসে চুল উড়ে,পড়বে তোমার চোখে,
সরিয়ে দিতে ভরাট বুকের ছোঁয়া নেবো মেখে।
আদর চোখে,মিষ্টি হেসে কপালে দেবে চুমি,
ফিরে পাবো কিশোর বেলার,হারিয়ে যাওয়া তুমি।