আরও একবার বেঁচে গেলাম
                   অচিন্ত্য সরকার

আরও একবার বেঁচে গেলাম,
নতুন একটা ইতিহাসের স্বাক্ষী হতে।

আরও একবার বেঁচে গেলাম,
মানুষীয় অহংকারের মোহ মুক্ত হতে।

আরও একবার বেঁচে গেলাম,
মায়ের শক্তির স্বরূপ প্রত্যক্ষ করতে।

আরও একবার বেঁচে গেলাম,
বুঝতে,ছেলে বিজ্ঞানী হলেও মা,মা-ই।


     21/05/2020