অর্ধেক শ্বাস
অচিন্ত্য সরকার
উত্তরাধিকার হিসেবে পেয়েছি বহু কিছু
অনাহুত জন্ম,অপুষ্টি,অবহেলা,দারিদ্র,
রাস্তার ঠিকানায় ধুলো মাখা অধিবাস।
মায়ের সাবধান বানী ওদিকে বিপদ
ফুসফুসে দূষণ ভরে অর্ধেক শ্বাস।
কিছু আশা মরতে মরতে বেঁচে
আজও লুকিয়ে মনের গোপন কোণে,
তুমি আসবে ফিরতি স্রোতে ভেসে
কলুষ ধুয়ে সাগরের নোনা জলে
সুস্থ সময়ের সাথে ফিরবে ভালোবেসে।
যমের নাগরদোলা ভর্তি মজার যাদু
টিকিট কেটে খুশীতে বসেছি চড়ে,
বিশ্বাসী কয় উপরে ঠাকুরের বাস
পাকে পাকে উপরে ওঠার তাড়া
আশার ফাঁদে পড়ে জীবনের পরিহাস।