অপেক্ষা সয় না
অচিন্ত্য সরকার
খড়ের উপর পড়লে মাটি
মন শোনেনা আর মানা,
কাশের সাথে দোলায় মাথা
মেঘের সাথে মেলে ডানা।
পুজোর জামা জুতো কেনা
কাজটা হয়ে ওঠে বড়,
সবাই দেখি খুশিতে নাচে
জীব কিংবা হোক জড়।
টিভির পর্দায় দিন গোনা
আর ক'টা দিন আছে,
পড়তে বসেও ক্ষণে ক্ষণে
মনটা যেন কেমন নাচে।
পিসি মাসী আসবে সবাই
বাজার হবে থলে ভরে,
বাড়ি উঠবে খুশিতে মেতে
ঠাকুর দেখার গল্প করে।
পূজো পূজো সুবাস ভাসে
আকাশ বাতাস সব জুড়ে,
শিকেয় ওঠে পড়া লেখা
মনটা বেড়ায় উড়ে উড়ে।
মণ্ডপে চলে সজ্জার কাজ
বার বার দেখি চেয়ে,
অপেক্ষা সয়না মা আর
তোর আসার পথ চেয়ে।