(২৬) সঙ্গোপনে
অচিন্ত্য সরকার
আমার প্রাণে তোমার বাঁশি
বাজাও মধুর সুরে,
শরীর থাকে ঘরের ভিতর
মন চলে যায় দূরে।
ছোট বেলার হাজার কথা
উঁকি মারে মনে,
বলতে না পারা প্রথম প্রেম
এখনও সঙ্গোপনে।
(২৭)বদল
অচিন্ত্য সরকার
দুর আকাশে সাক্ষী তখন
আঁধার রাতের তারা;
শরীরে মনে সেদিন আমরা
হয়েছিনু আত্মহারা।
তোমার এখন ভরা ফাগুন
আমার চৈত্র মাস,
তোমার শাখায় পলাশ ভরা
শুষ্ক আমার শ্বাস।
(২৮)দেব তুষ্টি
অচিন্ত্য সরকার
ভক্তি মন্ত্রে চলছে আরতি
কাসর ঘন্টা বাজে,
দান, ধ্যান করেন গৃহকর্তা
মন পূণ্য কাজে।
যজ্ঞের আগুনে পোড়ে ঘী
করতে দেবে তুষ্টি,
প্রতিবেশী শিশু অনাহারে
কে দেবে তার পুষ্টি?
(২৯) কান্না
অচিন্ত্য সরকার
জীবন যখন ছন্দ হারায়
দ্বন্দ্ব বাড়ায় মনে,
বাঁধন গুলোয় ধুলো জমে
কান্না মনের কোনে।
কেউ বসেনা নদীর কূলে
ঢেউ যদি না থাকে,
সুজন মাঝিও পথ ভোলে
এসে নদীর বাঁকে।
(৩০) প্রদীপ
অচিন্ত্য সরকার
ছাড়াছাড়ির কি যন্ত্রণা
বুঝবে যদি ছাড়ো,
ছাড়ার কথা ভাববে পরে
আগে স্মৃতি ঝাড়ো।
তোমার শিখায় জ্বালাও
আশার প্রদীপ খানি।
দূর করো হতাশা-আঁধার
কাছে আমারে টানি।