অনু (৩৬-৪০)
অচিন্ত্য সরকার
(৩৬) সৃষ্টি
অচিন্ত্য সরকার
অতিমারী,মহামারী,হোক ছারখার,
সৃষ্টিকে ধ্বংস করে হেন সাধ্য কার?
কবির কলমে মনে সুখ দুঃখ সবই,
জীবনের রামধনু রসে বসন্ত বাহার।
(৩৭) নটরাজ
অচিন্ত্য সরকার
মৃত্যুর সাথে তিনপাত্তি খেলা জীবন
গড়েছে বর্ণালী মরণের সাদা রঙে,
প্রেমের বন্যায় ভেসে অমরত্ব সম্মানে
নটরাজ হাসে দেখ মৃত্যুঞ্জয়ী ঢঙে।
(৩৮) পথ
অচিন্ত্য সরকার
পথের বুক জুড়ে আছে অসংখ্য ক্ষত
উন্নয়নের রথের চাকার ঘর্ষণে রঙিন,
তবু জনতা জনার্দন চলে হেলে দুলে
শোধ দিতে বিনামূল্যে প্রাপ্ত মহাঋণ।
(৩৯) টান
অচিন্ত্য সরকার
চিরকাল প্রবাহিত জোয়ার ভাটার টানে,
বুঝি নাই প্রয়োজন,এই জীবনের মানে।
বয়ে চলা অভ্যাসে,সয়য়ের একমুখী টানে,
ভুলে দুঃখ অতীত,এগিয়ে চলি প্রাণ-গানে।
(৪০) বাষ্প
অচিন্ত্য সরকার
মেঘ,বৃষ্টি,রোদ্দুর ভেজা মনের কোণায়
ক্ষণে অক্ষণে মান অভিমানের বাষ্প ঘনায়,
বন্ধুরা এসো,মনের কোণায় দাও উঁকি,
মুছিয়ে পাওয়া না-পাওয়ার যত আঁকিবুকি।