(৩১) আশা
অচিন্ত্য সরকার
রোজ সকালে শালিকটা দানা খেয়ে
ফুঁড়ুৎ করে উড়ে যায় উঁচু গাছে।
সেখান থেকে মল ত্যাগ করে,
ফিরে আসে আলো আঁধারি বাসায়।
রামধনু গোলা জলে হোলি খেলা হয়না,
আকাশে চেয়ে,আবীরের হেলাফেলা।
শালিক ধরতে খাবার নষ্ট করে,
উপবাস করা সুখের আশায়।
(৩২)ধরা
অচিন্ত্য সরকার
লোভ,লালসা,ভোগ,বিলাসিতা,
কল,ছল,কোলাহল,হলাহল,
কলঙ্ক,পাপ,তাপ,শাপ,
বন্যা,খরা,জরা,মরা,
সুখ আধরা,
ধরা।
(৩৩)প্রথম
অচিন্ত্য সরকার
সেই প্রথম জমাট বাঁধা নৈসর্গে
আমার হাত ধরে চড়াই পথে তুমি,
বরফ জয় উষ্ণতা ভাগাভাগি করে
পাহাড় দিয়েছে দিগন্তের ঠোঁটে চুমি।
(৩৪)বিসর্জন
অচিন্ত্য সরকার
উমা গেলো শ্বশুর ঘরে,
আমাদের সব ছেড়ে,
বিসর্জনের করুণ বাঁশি,
বাজে হৃদয় জুড়ে।
বিদায়কালে মন খারাপ
আগল দূরে ঠেলে,
মায়ের সাথে হাসি মুখে
নেই সিন্দুর খেলে।
দুঃখ ভুলে সবাই মাতে,
মাকে দিতে বিদায়,
সিঁদুর রঙে রাঙিণে তাঁকে
প্রণাম জানায় পায়।
(৩৫)উদাস মন
অচিন্ত্য সরকার
জনহীন এ সন্ধ্যায় অবসন্ন মন
নীড়ভাঙ্গা শব্দে কাঁদিছে ভূবন।
চারদিক বিহগের ওড়ে হাহুতাশ
না জানি কখন থেমে যায় শ্বাস।
তবু আশা ঘর,গড়া ভালোবাসা
দিনান্তে বিশ্রাম আপনার বাসা।
ফুরুৎ সুখপাখি টা যখন তখন
সুখেও বেসুরো হয় উদাস মন।