(৬)নতুন প্রাণ
          অচিন্ত্য সরকার

মায়ের উষ্ণতায় সুপ্ত প্রাণ জাগে
ডিমের খোলস ভাঙে নতুন প্রাণ,
বিষ্ময়ে তাকায় পৃথিবীর আলোয়
মুগ্ধ হয়ে গায় নব জীবনের গান।

চোখ জুড়ে বিষ্ময়,শিহরিত ভয়
আধ খোলা ঠোঁট প্রিয় জন চায়,
মায়ে খুঁজে এনে খাবারের দানা
ঠোঁটে তারে দেয় পরম মমতায়।


(৭)ধিক্
অচিন্ত্য সরকার

স্কুলে,মাঠে ওদের প্রবেশে মানা,
আদরে সোহাগে শৈশব অজানা।
ইটের ভারে নুইয়ে পড়ে শৈশব,
মুনাফা লোভীদের বাড়ে বৈভব।
ওদের রক্ত ঘাম হয়ে ঝরে পড়ে,
ওদের স্বপ্নেরা মুখ থুবড়ে পড়ে।
ওরা পথ শিশু,ওরা শিশু শ্রমিক,
সভ্যতাকে দু'বেলা জানায় ধিক্।

(৮)রাই কিশোরী
      অচিন্ত্য সরকার

যতই পরো দামী শাড়ি,
মেকাপ হোক যত বাড়াবাড়ি,
বেলফুল, যুঁই ফুলের ছড়াছড়ি,
এ তুমি হবে না আমার রাই কিশোরী।
সে তুমি,পাট ভাঙা আনকোরা শাড়ী,
প্রতিটি খাঁজ স্পষ্ট আড়াআড়ি,
এক ছোঁয়ায় শিহরিত নাড়ী,
ভ্রু ইশারা ছাড়াতো বাড়ী।


      (৯)এক্তিয়ার
             অচিন্ত্য সরকার
  
          
        কাঁটাতার,গায়ে অসংখ্য কাঁটা নিয়ে
              তুলে তড়িৎ পাঁচিল,
                   আটকে দিয়ে খিল,
              স্বেচ্ছা বিচরণে দেয় বাঁধা,
              নিয়মের নামে গোলক ধাঁধাঁ।

     শক্তি-দম্ভে ভোলে,শরীর ছাপিয়েও
           মানুষ ভ্রমে কলমে,
                ভাবনা,চিন্তায় মনে,
            সাধ্য কি,ভয়াল তড়িৎদ্বারে,
            আনবে তা রাজার এক্তিয়ারে?


(১০) ভুতের ব্যাটা
       অচিন্ত্য সরকার

ভুতের ব্যাটা জেদ ধরেছে
সূন্দরী বউ চাই,
পরী হলেও চলতে পারে
ডানা কাটা চাই।

ভূতের ব্যাটার অনেক গুণ
মাথা ভর্তি উকুন
বউ চাইলে পারবে খেতে
দিয়ে একটু নুন।