অনু (৭১-৭৫)
অচিন্ত্য সরকার
৭১.আহা রে ইলিশ
অচিন্ত্য সরকার
ইলিশ, আহা রে ইলিশ,স্বাদে গন্ধে আহারে,
রুপোলি সাজে, সুঠাম ঝকমকি বাহারে।
মাথা দিয়ে কচুশাক ,গরম গরম ভাজা,
নরম গরম ভাত,তোর তেলে লবণ দিয়ে।
কাঁচা ইলিশের ঝাল দিয়ে কালোজিরে,
সরষে বাটা ইলিশ, কতো স্বাদ তোমাকে ঘিরে।
আহা রে ইলিশ,সাবধানে গিলিস, সুঁচালো কাঁটা
আছে করে তাক, গন্ধে পুষির মাথা ঘুরে যায়,
সাবধানে ঢেকে রাখ। আহা রে ইলিশ,পকেট কাটিস,
বাজারে আগুন ধরিয়ে,এতো তোর স্বাদ তবু অবসাদ,
আসিস না বাজার ভরিয়ে।
৭২.ভোট টা করে আসি
অচিন্ত্য সরকার
কবিতা,দু’দিন দাও ছুটি
ভোট টা করে আসি,
তোমার বুকে ভাসাব ভেলা
বেঁচে ফিরে যদি আসি।
শেষ যদি হয় জীবন বেলা
রেখো তুমি বুকে ধরে,
তবে বেঁচে আমি যাব মরে।
যদি হতে হয় রাজকুমার
গণতন্ত্র,দোহাই,শুদ্ধ হয়ো
স্নান করে রক্তে আমার।
৭৩. জাগো
অচিন্ত্য সরকার
শাসন যখন শোষণ যন্ত্র,প্রতিশ্রুতি ফাঁকা
মিথ্যা তখন গণতন্ত্র,ভোটের অস্ত্র টাকা;
মানুষ যদি উঠে জেগে আপন শক্তি বুঝে
শাসকদের উলঙ্গতা,আর যাবেনা ঢাকা।
৭৪.কাগজ কায়া
অচিন্ত্য সরকার
ফেসবুক আর হোয়াটস্ আপে দেখি তোমার ছায়া,
চিঠি তুমি হারিয়ে গেছো,তোমার জন্য মায়া।
রঙ বেরঙের কতনা রূপে ,বহন করত রানার ভাইয়া,
কালির আচড় বুকে নিয়ে,তুমি কাগজ-কায়া।
৭৫. জীবন বরণ
অচিন্ত্য সরকার
জন্ম থেকে পথ চলা মৃত্যুর দিকে
দূরত্ব অজানা,এই পথ হল জীবন।
থামা হীন চলা,চড়াই উৎরাই পথে
মৃত্যুর অভিমুখে,প্রতিজ্ঞা প্রাণপন।
লড়াই মান্ত্রে চলা,দূর থেকে বহুদূর
জীবন বরণ করি,হোক যত বন্ধুর।