অনু (৭৬-৮০)
            অচিন্ত্য সরকার        

                
                ৭৬.অভয়
     অচিন্ত্য সরকার

   বুকে পিঠে নিয়েছো বুলেট
পায়ে পরেছো ভারী বুট,
শপথ নিয়েছো মায়ের তরে
সন্মান তাঁর হবে না লুট।

ভারত মাতার সাহসী সেনা
সজাগ আছো রাত্রি দিন,
তোমার অভয়ে ঘুমাই সুখে
         শোধ হবেনা তোমার ঋণ।


৭৭.পকেটমারের ছক্কা
                   অচিন্ত্য সরকার

মোটাসোটা ম্যানিব্যাগ এক
জিনস পকেটে নিয়ে,
পল্টু বাবু চললেন বাসে
কাল যে বন্ধুর বিয়ে।

তক্কে ছিল পকেটমার
মেরে দিলো ছক্কা,
পল্টু বাবু নেমে দেখেন
ম্যানি ব্যাগটা ফক্কা।


৭৮.মধু ঘর,হয় পর
        অচিন্ত্য সরকার 

সারাদিন বনবন ফুলে ফুলে ঘুরে ঘুরে 
বিন্দু বিন্দু মধু সংগ্রহ করে মধুকর,
আপন শিল্প ভাবনা মিশিয়ে যতনে
গাছের শাখায় শাখায় গড়ে তোলে ঘর।
ঝড় বাতাসে দোলে,মধু ভারে টলটলে 
আমরা মানুষ,ভাঙি সেই স্বপ্ন নিবাস,
মধু লোভে অন্ধ হয়ে,যার ধন তারে মেরে
নিষ্ঠুর হয়ে প্রাণে,মিটাই নিজ অভিলাষ।



৭৯.ভুখা চাষা 
     অচিন্ত্য সরকার 

লাঙল,বলদ,হাল,জোয়াল
সে কালের সে চাষী, 
ডিজিটাল এর যুগে সবাই 
বলছে আসি আসি। 

কলের নাঙল,কলের পেষাই
সবুজের চাপে টুটী,
চাষির জীবন দুঃখই ভরা
চাল যে ফাটাফুটি ।


৮০.নীলাভ অভিসার
         অচিন্ত্য সরকার 

নিত্যদিন ঘরে-বাহিরে কাজে-অবসরে 
মন ছুটে চলে বাউল বাতাসের সাথে, 
মন খারাপের শীতল বাষ্প ছুঁয়ে ছুঁয়ে 
ফিরে দেখা,তোমার পাড়ের ভঙ্গুর নীড়ে।
সমাজ সংসার আছে প্রতিষ্ঠা কে ঘিরে
শরীর আটকে যায় লক্ষ চোখের ভীড়ে,
তবু অস্থির মন বাঁধন ছিঁড়ে,বারেবারে
চলে যায় তোমার সেই নীলাভ অভিসারে।