1.মুছে যাক
         অচিন্ত্য সরকার

এক দিনের প্রানের বন্ধুকে
আজকে ভাবছো ‘শনি’;
নতুন বন্ধুর সতীত্ব তাড়নায়
কালো তাঁর ‘বিশ্বাসের মণি’।

ভালো থেকো সতী-সুখে,
শুভ হোক জন্মদিন;
মুছে যাক স্মৃতি থেকে
সেই সব ‘রামধনু’দিন।


    2.এখনও 
অচিন্ত্য সরকার

এখনও তোর সাথে যেতে পারি
        সাত সমুদ্দুর পারে,
যদি আগের মতো উষ্ণ ঢেওয়ে 
       তৃপ্ত করিস আমারে।


   3.তৃপ্ত করো
        অচিন্ত্য সরকার

কালকে কাহার কমবে কদর
কে জানে কার কাছে, 
সময় থাকতে না বুঝিলে
গোল পাকাবে পাছে। 

প্রেম আবেশে দাও ভরিয়ে 
আলিঙ্গনের সুখে, 
তোমার ছোঁয়ায় তৃপ্ত করো
আমারে টেনে বুকে।

     4.স্বপ্ন বাঁচে
           অচিন্ত্য সরকার

বৃষ্টি ভেজা রথের মেলায় 
প্রথম হৃদয় দোলা,
বর্ষা শেষে পূজোর ভীড়ে 
প্রেম কুড়ি তোলা।

তোমার ডাকে চিত্ত হঠাৎ
নতুন ছন্দে নাচে, 
রিক্ত ডালে জাগে কিশলয়
স্বপ্ন গুলো বাঁচে।


5.অন্ধ আলো                                          
  অচিন্ত্য সরকার

তোমায় প্রেমে বাঁধবো বলে ছিঁড়েছি যে সব বাঁধন
পেতে একে সব হারাতে ভিক্ষু হতে পারে ক’জন।
তোমার প্রেমের ধরণ বোঝা জ্ঞানের কাজতো নয় 
জ্ঞানহীন সমার্পণে অন্ধ আলোক জ্বালাতে হয়। 
রাজার  রাজার প্রেম কি আর মূল্যে যায় কেনা
যাগযজ্ঞ আড়ম্বরে জাহির দোষের বাড়ে দেনা।
নিক্তি মেপে দাও যে প্রেম,যা দিয়েছি তার সমান
সোনার দড়ি বাঁধতে পারে প্রেয়সীর শুধুই কান।