অনু(৯১-৯৫)
       অচিন্ত্য সরকার


৯১)সজাগ
     অচিন্ত্য সরকার

     সাদাতেলের
   মুচমুচে ভাজা
  শ্রাবণের বিকেল
দু'জনের খুনসুটি।
শব্দটা কলিংবেলের
বেজে গেছে বারবার।
  আজ থাকি সজাগ
    তোমার আসার
       বিকেলের।

৯২)সজাগ
     অচিন্ত্য সরকার

সাদাতেলের
মুচমুচে ভাজা
শ্রাবণের বিকেল
দু'জনের খুনসুটি।
শব্দটা কলিংবেলের
বেজে গেছে বারবার।
আজ থাকি সজাগ
তোমার আসার
বিকেলের।


৯৩)গুণগান গাই
       অচিন্ত্য সরকার

কি যে করি,কোথায় যাই
কিছুতে যেন ভরসা নাই
হা করলে ভেজাল খাই
বলতে গেলে দন্ড পাই
না বললে অক্কা পাই
এসো গুণগান গাই।


৯৪)ফিরে দেখা
        অচিন্ত্য সরকার

কথা ও কাব্য'র মিলন উৎসবে
মঞ্চ জুড়ে আছে যত গুণীজন,
হার্টবিটে কবিতার আনাগনায়
মুহুর্তে আন্দলিত সবাকার মন।

কওকার টানে সকলে হাজির
গান ও কবিতার ছন্দ দোলায়,
ফেসবুক বন্ধুদের পেয়ে পাশে
সারাদিন কাটে মিলন মেলায়।


  ৯৫)হরেক যান
     অচিন্ত্য সরকার

জল স্থল আকাশ জুড়ে
কতই যানের রঙ্গ,
বিমান ডানায় ভর দিয়ে
পাখিদের পাই সঙ্গ।

সাগর বুকে জাহাজ চেপে
তিমির সাথে ঘুরি,
রেলের চাকায় ভর দিয়ে
যাই পাতাল পুরি।