৪১. ভোকাট্টা
                 অচিন্ত্য সরকার

বোকা বাক্সের পর্দা জুড়ে ক্ষণে ক্ষণে
নগ্ন অপ্সরা দেয় মহৌষধের বিজ্ঞাপন,  
শপিংমল জুড়ে ছুঁয়ে দেখা সুখ মেখে
অস্থির মধ্যবিত্ত সামর্থের উচ্চবিত্ত মন।

বাপ,ঠাকুরদাগণ বড্ড ছিল সেকেলে
তাঁদের শিকড় ছিঁড়ে সুখ ধরতে ছোটা,
প্রাণপণ ছুটোছুটি শেষে ক্লান্ত অবসন্ন
পিছন ফিরতেই দেখি ঘুড়ি ভোকাট্টা।


৪২. এসো নীরবে
             অচিন্ত্য সরকার

ঘরের দরজা বন্ধ তোমার জন্য
তবু মনের জানালা আছে খোলা
এসো প্রিয়তম ফুলের গন্ধ হয়ে
বাতাসে মিশে প্রাণে দাও দোলা।

রাতের ঘুমের সাথে এসো নীরবে
আবেশে ছুঁয়ে যাও চোখের পাতা,
স্বপ্নের সাথে এসো সবার অজান্তে
তোমার কোল জুড়ে রাখবো মাথা।

        

       ৪৩. হ্যাঙলা
              অচিন্ত্য সরকার

ন্যাকা মুখো হ্যাঙলা গুলো
ক্রীম ঘষিস মুখে,
মনের ময়লা যাবে কিরে
ফর্সা হবার সুখে।

নিজের দোষ ঢাকতে শুধু
অন্যকে ছোট করা,
তোদের মতো মানুষ গুলো
কলুষিত করে ধরা।


৪৪.  অভিমানিনী
             অচিন্ত্য সরকার

মধু বসন্তে প্রকৃতি জুড়ে
লাল পলাশের সজ্জা,
আমার প্রিয়ার দু'গালেতে
রক্তিম হয়েছে লজ্জা।

লাজতো ভেঙেছে প্রিয়ার
তবুও অশ্রু কমেনি,
ফুলের ঘায়েও কান্না তার
সে যে অভিমানিনী।


৪৫. ধুলিমাখা ধরা
              অচিন্ত্য সরকার

কোন দিন কোন ডে,রোজ না চকলেট
বুঝতে চাইলে বাজারে হবে বড্ড লেট
বাজারের আগুনে ঝলসে যায় পকেট
বাজার না এলে ঠিক বন্ধ বাড়ির গেট।

তোমাদের প্রেমের দিন রসে বসে ভরা
আমরা তো বয়ে চলি খিদে আর জরা
তার মাঝে প্রেম অপ্রেম মিলেমিশে সারা
আমাদের পৃথিবী সরল ধুলিমাখা ধরা।