অনু (৫৬-৬০)
    অচিন্ত্য সরকার


৫৬.বৈশাখের মাঝামাঝি
                 অচিন্ত্য সরকার

কাঠফাটা রোদ্দুর, চোখ যায় যদ্দুর
করছে সব কিছু খাঁ খাঁ,
গাছের মগ ডালে, ভাঙা টালির চালে
কাকগুলো করছে কা কা।

ডাসা পাকা আম, আধ কাঁচা জাম
দু'ফোটা চায় শুধু বৃষ্টি,
এলে কালবৈশাখী,পবনদেবে ডাকি
এবার বাঁচাও তুমি সৃষ্টি।


৫৭.তুমি
   অচিন্ত্য সরকার

শুধু তুমি আছো তাই
কথা খুঁজে পাই,
তোমার কথা ভেবে ভেবে
কবিতা লিখে যাই।

মিথ্যে কোলাহল মাঝে
তুমি সেই ধ্রুবতারা,
যার দিকে চেয়ে থেকে
হয়নি তো পথহারা।


৫৮.ফিরে আয়
          অচিন্ত্য সরকার

বন্ধু হলি মুখের কথায়,
পকেট সুখের টানে,
হৃদয় পোড়ে তুষ আগুনে,
আস্থা ভাসে বানে।

মিলনের সুখ বিস্মৃত হলো
বিষাদ ভরা বিচ্ছেদে,
সুখের পৃথিবী নরক হলো
তোমা আমার বিভেদে।

বন্ধু তুই,আয় না ফিরে,
আগের মতো প্রাণে।
তুচ্ছ সকল কলহ ভুলে
ভালোবাসার ঘ্রাণে।


     ৫৯. বার্তা
      অচিন্ত্য সরকার
মেঘ বাহনে বার্তা আসে
বৃষ্টি মেয়ের কানে,
চৈত্র জ্বালা ঘুচে যাবে
নতুন ধারার স্নানে।

রোদগুলো সব নিরুদ্দেশে
মেঘলা মেঘলা গন্ধে।
ভাবনাগুলো উদাস হলো
ভিজে ভিজে ছন্দে।


    ৬০. ফসল সুখ
        অচিন্ত্য সরকার

আকাশ জুড়ে মেঘের ঘটা      
নামবে অঝোর বৃষ্টি,
খরার অসুর মরবে এবার      
বাঁচবে আবার সৃষ্টি।

নব বর্ষার পরশে জাগবে
প্রকৃতি জুড়ে প্রাণ,
কৃষকের ঘরে শুনবো আবার
ফসল  সুখের গান।