অনু (৫১-৫৫)
অচিন্ত্য সরকার
৫১.গুডবয়
অচিন্ত্য সরকার
খুড়োর যৌবন এখন ভাটির টানে
কোকিল গেয়ে যায় বাজেনা কানে।
পলাশের রঙ দেখে খুড়ির মনে টান
খুড়ো ঘরে শুনতে ব্যস্ত হরি গুণগান।
খুড়ির মন আনচান কানুর বাঁশিতে
খুড়ো কয়,চলো যাই এবার কাশিতে।
মুখ চেপে মুচকি হেসে,খুড়ি তারে কয়
এতোদিনে তুমি তবে,হলে গুডবয়!
৫২. ফাগুন
অচিন্ত্য সরকার
ফাগুন এলেই আগুন লাগে
কৃষ্ণচূড়ার ডালে,
লজ্জা জমে রঙিন হয়
নববধুর গালে।
শিমুল পলাশ সেজে ওঠে
ফুলের ডালা নিয়ে
গোধূলির আকাশ সাজে
ফুল পরীদের বিয়ে।
৫৩. সরল মুখ
অচিন্ত্য সরকার
মেঠো পথেই দেখেছিলেম
সরল কচি মুখ,
আজও যেন মানস চোখে
সেই পরম সুখ।
ফ্লাইট বাড়ি,দামী গাড়ি
গড়াগড়ি সব পায়,
সরল মুখের সেই মায়া
আজও যে ভোলায়।
৫৪. চারা
অচিন্ত্য সরকার
অঙ্কুরিত চারা যে ও,বাঁচাও ওকে
স্বার্থক হোক জীবন ফুলে ও ফলে,
বিশুদ্ধ বাতাস দাও ওর কচি বুকে
পুষ্ট হয়ে উঠুক সঠিক পুষ্টি জলে।
অঙ্গিকার করো বাসযোগ্য পৃথিবী,
তুমিও করবে সৃষ্টি,কবি উত্তরসূরী,
পৃথিবী সবুজ হবে,রঙিন হবে ছবি
ওদের সরলতায় ধ্বংস হবে চাতুরি।
আজকের চারা গাছ কাল বনষ্পতি
দুধের শিশু আজ,কাল দেশেরপতি।
৫৫. খন্ড স্মৃতি
অচিন্ত্য সরকার
দূর আকাশে চাঁদের সাথে
মিতালী করেছিল রাত,
তুমি এসেছিলে প্রিয়া বেশে
রেখেছিলে হাতে হাত।
কুয়াশা ভেজা সকালে
চোখ রেখে অ্যালবামের পাতায়
হাজার জলছবি ভাসে
হৃদয় খাতার পাতায় পাতায়।