অনু (৮৬-৯০)
  অচিন্ত্য সরকার
      

          ৮৬. হেমন্ত
               অচিন্ত্য সরকার

মেঘের পালক খসে,আকাশ নীলিমা
পাকা ধান হাত ছানি দেয় দুলে দুলে।
বাতাসের গা জড়ানো শিরশিরে শীত
ফুলের সম্ভারের দ্বার দিতে চায় খুলে।


      ৮৭. ট্রাফিক আইন
          অচিন্ত্য সরকার

ট্রাফিক আইন মেনে,
চলি সবাই নিরাপদে,
মিথ্যে কেন ফাইন দেব,
বিপদ ডেকে পদেপদে?
সময় দামী সত্যি বটে,
তার চেয়ে দামী জীবন,
কেন হয়ে বেপরোয়া
অকালে ডাকি মরণ?



        ৮৮.শুদ্ধ সকাল
            অচিন্ত্য সরকার

সত্যিকে যতই গভীরে ঢাকি,
চাপা দিতে চাই,ইট পাথরে
পাষাণ ফুঁড়ে উঠবে সে তো,
আজ কিংবা কাল কালান্তরে
মিথ্যে তারে দমন পীড়নে
রাখতে পারে ক্ষণিক কাল,
আঁধার রাতের শেষে রোজ
আসবে জানি শুদ্ধ সকাল।


                

         ৮৯.রসদ
           অচিন্ত্য সরকার

শিক্ষকতা আমার পেশা আর ঘরণী।
কবিতা আমার প্রেমিকা,যার কাছে
আমি ক্ষণে অক্ষণে অভিসারে যাই।
বাঁচার রসদ তুলে আনতে ঘর ভরে,
চলার পথ জুড়ে যেখানে যেটুকু পাই।



       ৯০.বাঁধনহারা
             অচিন্ত্য সরকার

  বছর শেষের অন্ত মিলে
  আমরা ক'জন বন্ধু মিলে,
  ঘুরতে গেলাম বন পাহাড়ে
  হাসি কথার রঙ বাহারে।
  খাঁচার পাখি বাঁধন হারা,
  কাটলো দু'দিন ছন্দহারা
  




,