আমরা ক’জন অবুঝ কবি
অচিন্ত্য সরকার
চৈত্র সেলের দামে বিক্রি হচ্ছে মূল্যবোধ;
ভীড়ে ঠাসা দোকানে,ফুটপাতে মোকামে
একে অপরকে ঠেলে,কিংবা ফাউল খেলে,
একান্ত আমার টুকু জিতে নেবার তাড়নায়
ছুটছে,আবেগ বিবেক সব পিছনে ফেলে।
মাটির গভীরের ধারককে তোয়াক্কা করেনা
ফলবতী বনস্পতি;বর্ণহীন শিকড়ের মতো
বৃ্দ্ধ মা বাপরা সুসজ্জিত ফ্লাটের কৃ্ত্রিম
বাগানে অবাঞ্চিত।বিলাসের মত্ত মাদকতায়
শুধু জড় পদার্থ হয় সঞ্চিত;ঘর হয় ইট কাঠ
পাথরে গড়া চিড়িয়াখানা,ভালোবাসা বঞ্চিত।
রঙিন মোড়কে নিলর্জ মিথ্যের পসরা নিয়ে
মিছিলে, মিটিং-এ, জীবনে ফেরি করে ফেরে
আমাদের শাসক,সেবায় তদারকি করে লোভী
বানিজ্য প্রশাসক।বিচার আচার বিধি বিধান
সব সংখ্যাত্তত্বের হিসেব মেনে দিচ্ছে নিদান।
সবুজের টুটি টিপে,যন্ত্র দানবের কানফাটা
হট্টরোল কৈলাশের ধ্যান ভাঙায়,সমুদ্র গর্ভে
আড়োলন তোলে,মহাশুণ্যেও পাকায় গোল;
মোড়কী সভ্যতার বর্ণময় প্লাস্টিক-মেকাপ
প্রতিদিন খেলে চলেছে রুদ্ধশ্বাস মারণ হোলি,
ইট পাথরের ফাঁদে শ্বাসরুদ্ধ দুর্বা আর পলি।
এরই মাঝে সুস্থ্যতার আসুখে ভোগা আমরা
ক’জন, দিন দুপুরে সুরে বেসুরে গাইছি ভজন;
কেও গালি দেয় সেকেলে ভাম,কেও গালিদেয়
পাগলা কবি,বিশেষ কেও দেয়না দাম;তবুও
গায় মাখিনে কারো কথা,আপন রঙে আঁকি ছবি।
শরৎ-সবুজ নতুন পৃ্থিবী,প্রেম ভরা উষ্ণ হৃদয়,
সত্যি বলতে থাকবে না ভয়;মানবতার ঐকতানে,
কবিতা ছন্দে জীবন গানে, সব বাধা করব জয়।
বাঁচার সুখে উষ্ণ বুকে,কলম ধরি সবুজ পটে,সুখ
পৃ্থিবীর আঁকি ছবি,আমরা ক’জন অবুঝ কবি।