(36)নেশা
মাথার দাম লাফিয়ে বাড়ুক,ধর্মজীবীর খেয়াল মেপে,
যে যার মতো ইচ্ছে হাকুক,ভোট নোটের ছন্দ মেপে।
দু'কাটায় চাল পেলে তুষ্ট জনতা
কালো টাকায় কেও হচ্ছে দাতা,
গাঁজায় নেশা না ধরলে যে,ভোলানাথ যাচ্ছে ক্ষেপে।
(37)দিনকাল
চিৎকার হই হই,চারদিক রই রই চেঁচামেঢি গোলমাল
স্বার্থের দ্বন্দ্বে,আজ রই ধন্দে,বুঝি না যে হালচাল,
নিজের ঢাক পেটায়,যে যেমন চায়
আত্মীয়,বন্ধু সব আঢ় চোখে চায়,
স্লোগান,মেশিনগান,জনগণের যায় প্রাণ, একি দিনকাল!
(38) জীবন
মানুষ ভুতে মানুষ ডরায়,জীবন জীবন খেলা
সুদের টানে জীবন মানে,মূলে চলে আবহেলা
যে যার টা করছে বড়াই
হট্টগোলের চলছে লড়াই
গোড়ায় গলদ,কলুর বলদ,জীবন রসের মেলা।
(39)লড়াই
চার দেওয়ালের মধ্যে লড়ছি,বাইরেও লড়ছি।
পাঁজরের মধ্যে লড়ছি তবু খাচ্ছি,টিভি দেখছি,
বেঁচে থাকাটা একটা বিরাট দায়
প্রতিবাদ করে কেবা মরতে চায়!
তাই ঘুম দিচ্ছি,তেল মাখছি,মাঝে মাঝে মাখাচ্ছি।
(40) রঙ
আমরা অবলা,আমাদের বনবাদারে শুদ্ধ রঙের বাহার।
দোহাই তোমাদের বিভেদ রঙ-কলায় রাঙিয়ো না আর।
আমরা রঙনীতির ছলাকলা জানি না,
আমাদের রঙ দিয়ে ভোটার করো না।
পশু হয়ে ভালো আছি,আমাদের মানুষ করো না আর।