(৬১)কাতর
চারদিকে আবহাওয়া জুড়ে উড়ছে শুধু গুলি পাথর,
গন্ধ ঢাকতে প্রভু মাখে, বিদেশ থেকে আনা আতর,
চ্যালাগুলো হ্যাঁকছে সজোরে
কেও কেও আছে দৈব ঘোরে,
আতঙ্কের ঘোর কুয়াশায়,মানুষ গুলো হচ্ছে কাতর।
(৬২)ফাইন
পট্টি বেঁধে দু'চোখে কালো,ঠাঁয় দাঁড়িয়ে আইন,
ভর্তুকিতে রেশন পেতে আমজনতা দেয় লাইন।
তেরঙ্গা উত্তরীয় গলায় জড়িয়ে ষন্ড,
জেডপ্লাস সুরক্ষায় করছে লন্ড ভন্ড,
বেশি কিছু বুঝতে চাইলেই দিতে হবে ফাইন।
(৬৩)গজা
থাকতো যদি শঙ্কু দাদু,করোনা হতোই কুপোকাত
গবেষণায় দেখে নিত,করোনা রোগের আসল জাত
বানাতো তারে খাস্তা গজা
চিবিয়ে খেতে লাগত মজা,
ইমিউনিটি বাড়ত এমন,এক গজাতে বাজিমাত।
(৬৪)সুইচ
সুইচ টিপলে মনের ইচ্ছে,হতো যদি পুরণ
এক নিমেষে বন্ধ হতো,সকল অকাল মরণ,
মন্দ কিছু থাকতো না আর
সবাই পেতো সঠিক আহার,
মিথ্যে ঘুচে করতো সবাই সত্যিটারে বরণ।
(৬৫)মিলন
মনের অনুভবের গ্রাফগলো ধরি স্বপ্নের আবেশে
তোমার কন্ঠ দিয়ে তাতে,ঝড় তোল তৃপ্তির দেশে,
আমি আঁকি শব্দ জুড়ে জুড়ে ছবি,
তোমার কন্ঠ সোহাগে জীবন্ত কবি,
ইথারে ইথারে ঘোরে,দু'জনার মিলনের রেশ।