(৭৬)বিপন্ন
                অচিন্ত্য সরকার

শিউলি বলে,ঘাসের ডগায় শিশির পাই কই?
দুর্বা বলে,ইট পাথরে মরে আছি,মাটি পাই কই?
আকাশ দখল করেছে বিমান
বিপন্ন হয়েছে পাখিদের প্রাণ।
শিশু বলে,পড়ছি এতো বই,মানুষ হচ্ছি কই?


         (৭৭)ফাঁকি
                অচিন্ত্য সরকার

চলছে যা সব চতুর্দিকে লজ্জা কোথায় ঢাকি,      
মুখোশ ভীড়ে মুখ হারায় নিজের কাছে ফাঁকি।
দেশ সবার জন্যই কষ্টে করা ভোট
জনতার নকুলদাদা,সেবকের নোট
বাঁচার তাগিদে বেঁধেই চলা,তোষামোদী রাখী।

         (৭৮)কদর
              অচিন্ত্য সরকার

ওর এতো গুণ আছে স্বীকার কেন করি,
পারলে পিছোন থেকে হাতটা টেনে ধরি।
আমার ও কি কম আছে গুণ
কাটা ঘায়ে ছিটাই কথার নুন,
ওর গুণের করে কদর,আমি কেন মরি?

         (৭৯)গ্রহের ফেরে
               অচিন্ত্য সরকার

কেও চোখ মেরে বিখ্যাত হয়,কেও মানুষ মেরে,
বিজ্ঞাপনের উড়িয়ে ফানুস ভন্ড বেড়ায় জাত মেরে।
গা'র ঘাম পায়ে ফেলা সৎ মানুষগুলো
ক্যামেরার আড়ালে শুধুই খেটে গেলো,
কপাল চাপড়ে কি আর হবে,ঘটছে সব গ্রহের ফেরে!

               (৮০)চাকরি
                    অচিন্ত্য সরকার

চাকরি উড়ছে চতুর্দিকে গ্যাস বেলুনের লেজে,
ড্যামকুড়াকুড় উঠল যখন ভোটের বাদ্দি বেজে।
কোথায় তোরা বেকার ভাই?
করিসনে আর এত খাই খাই,
পরীক্ষাটা দিয়েই নিস ভোটের তেজে তেজে।