(৭১)বড়
                      অচিন্ত্য সরকার

ছেলেমেয়েরা সব একদিন হয়ে যায় অনেক বড়
মায়ের থেকেও বড়,বাপের বাপের থেকেও বড়,
কাজে,কথায়,গায়ের জোরে,
বিদ্যে,বুদ্ধি ও জ্ঞানের ঘোরে
বাপটা বড্ড সেকেলে হয়,বোঝাটা হয় মস্ত বড়।
        
             (৭২)শনি
                    অচিন্ত্য সরকার

তুড়ি মারে খিস্ত ছোড়ে,কথায় কথায় মাত্রা টানের
বড় যেন হয়েছে ছেলে কেবল ভেসে জলে বানের
বউ শালিরা সুখের খনি
বাবা ও মা হয়েছে শনি,
ঘ্যানঘ্যান প্যানপ্যান সারাদিন মাথা খায় কানের।

           (৭৩)অপেক্ষা
                 অচিন্ত্য সরকার

অপেক্ষায় আছি কবে আবার মুখর হবে স্কুল,
সবুজ প্রাণের ঢেও অর্থহীন কোলাহলে মজগুল।
দুষ্টু চোখেমুখে লেগে থাকা খুনসুটি
কারণে অকারণে হাসিতে লুটোপুটি
সব কিছুর মাঝে চলে শেখা,করেও হাজার ভুল।


               (৭৪) টিফন
                    অচিন্ত্য সরকার

টিফিনে মাঠ ভরে ছোট ছোট দলে চলে খেলা
ক্লাসের নিয়ম ছিঁড়ে,বসে যেন মুক্ত খুশির মেলা
আবারও সজোরে ঘন্টা ওঠে বেজে
খালি বেঞ্চগুলো আবার ওঠে সেজে
ছুটির ঘন্টা শুনতে কান দু'টো খাড়া থাকে এবেলা।

                (৭৫)পোষ্টার
                     অচিন্ত্য সরকার

এসেছিল বুকে ভালবাসার পোষ্টার সেঁটে,
কত কথা বলেছিল,হেলে দুলে,বাঁধন এঁটে
চেয়ে দেখিনি পিছন ফিরে
মিথ্যের আবেশ নিল ঘিরে
মারণ বানে বিঁধে,গেল দুলকি চালে হেঁটে।