[৯৬]নিশান ওড়ে      
                অচিন্ত্য সরকার

ঝুলছে ভাড় খুজুর গাছে,উদম ষাঁড় রাজপথে
শিঙের ভয়ে ভুতের বেটা চক্ষু বুজে রাম জপে;
রস চুমুক দেয় কাঠবেড়ালী
কাক তাড়ুয়ার মুখে কালি;
জগন্নাথ ধুলোয় লোটে,নিশান উড়ে স্বর্ণ রথে।


    [৯৭]রোয়াব
                 অচিন্ত্য সরকার

হায় রে কপাল সন্ধ্যে সকাল,চা-এর সাথে টা
যেমন নেতার পিছন পিছন চলছে পেশো টা!
টা-এ কামড়,চা-এ চুমুক
নেতা পিছে,পেশো সুমুখ
বোয়াব দেখে চক্ষু চড়ক,বেগুন পোড়া গা।


[৯৮]ম্যানিফেসটো
                     অচিন্ত্য সরকার
চৈতি গরম ছাপিয়ে বাড়ে টাকার গরম,ভোটের গরম
যে যার যেমন ইচ্ছে হাঁকে,ছুঁড়ে ফেলে লজ্জা শরম;
গরীব পাবে সরকারী ভেট
জি.এস.টিরও কমবে রেট,
দুঃখ-হারী ম্যানিফেসটো,ব্রেকিং নিউজ গরমা গরম।



     [৯৯]কে দিয়েছে
                        অচিন্ত্য সরকার
                    
কি আর চাই, চাল দিয়েছি দু’টাকা মাত্র কেজি
সাহস কিরে,ভোটটা দিতে হবি না তোরা রাজি !
কে দিয়েছে চালটা,এইটা হলো দামী
সবাই বলে দিয়েছি,আমি স্বয়ং আমি,
ঢেঁকুর তুলে জনার্দন,হিসেব দিতে জীবন-বাজি।



‌‌‌ [১০০]অবুজ মন
                     অচিন্ত্য সরকার

আমজনতা জনার্দন,তাদের দুঃখে কাঁদে যে মন,
ভোট-বসন্তে প্রেম কোকিল কুহু ডাকে মুখর বন;
সুখের দিনের স্বপ্ন ঘোরে
উন্নয়ন যায় দোরে দোরে,
স্বর্গ সুখটা এবার পাবি,দুঃখ কিসের অবুঝ মন!