(১০১) খেলা
অচিন্ত্য সরকার
চলছে খেলা মিথ্যে কথার,চলছে খেলা নোটের,
চলছে খেলা দেখনদারির,চলছে খেলা জোটের,
রক্তপাতের চলছে খেলা
জাতপাতের চলছে খেলা
ভোটের জন্য তুমি আমি,সব খেলা তাই ভোটের।
(১০২) পরে
অচিন্ত্য সরকার
নেতাবাবু আইন করেন আমজনতার তরে
মাস্ক পরো, হাত ধোও সবাই থাকো ঘরে।
ভোটের মিছিলে ভিড় হওয়া চাই
ভোটের তাপে আর করোনা নাই,
ভোট আগে মিটে যাক,পড়াশোনা সব পরে।
(১০৩) চিকিৎসা
অচিন্ত্য সরকার
চিকিৎসা কাকে বলে তা খবর জুড়ে দেখি
রাজ দেহে লাগলে চোট আসল বা মেকি,
ডজন দুই ডাক্তার থাকেন কমপক্ষে
টিম করে প্রস্তুত করতে তারে রক্ষে,
আম জনতা খুঁড়িয়ে চলে ভোট দিতে দেখি!
(১০৪) হাসপাতাল
অচিন্ত্য সরকার
দেশটা জুড়ে হাসপাতাল সব আম জনতার জন্য
নেতার পেটে জমলে গ্যাস হাসপাতাল চাই অন্য,
চিকিৎসা হবে বিদেশ জুড়ে
আকাশ পথে বিমানে উড়ে,
সকল রকম থেরাপি ও টেষ্ট হওয়া চাই অনন্য।
(১০৫) ভান
অচিন্ত্য সরকার
ফোন খুললে,টিভি খুললে করোনা করোনা গান
ভোটের মিটিং-এ না গেলে নেতায় মলবে কান
পরীক্ষা বন্ধ এমন কি আর
ভোটের সাথে তুলনা কার!
তোমার আমার টাকা উড়িয়ে বিজ্ঞাপনের ভান।