(৪৬) ফানি
অচিন্ত্য সরকার
কাটমানি কাটমানি,এবারের দান আমফানি
ঝড় বন্যা না হলে,কি করে খাই একটু হানি?
পাটিটা করি এত বছর ধরে,
লাভের গুড় তুলবো না ঘরে?
এক ছাদে সাত টা রিলিফ,লাগছে না ফানি?
(৪৭) দাদা থাক
অচিন্ত্য সরকার
ঝড় আসে আসুক,পাসের চালাটা ভেঙে তো যাক,
ত্রাণ টা আমি পেয়েই যাবো,কেও পাক না পাক।
দাদার সাথে তো ঠোঁটে ঠোঁট
ভোটে আমরা তারই লোক,
এ.পি.এল.টা বি.পি.এল.করেছে,দাদা টিকে যাক।
(৪৮) পেট গুড়গুড়
অচিন্ত্য সরকার
আইন মানা নিম্নবিত্ত,সেন্টিমেন্টে লাগে শুড়শুড়ি,
ত্রাণ তহবিলে দান না দিলে,মনটা করে উড়িউড়ি।
তোষণ পোষণ দেখলে পরে
গায়ে বড্ড বেশি জ্বালা ধরে,
হজম হয় না,বমিও হয় না,পেট ওঠে গুড়গুড়ি।
(৪৯) আছি বেশ
অচিন্ত্য সরকার
ভাইরাস যখন ঘুমিয়ে ছিল লকডাউনে বন্ধ দেশ
এখন সে মাতিয়ে বেড়ায়,এখন দেখি ছাড়া কেশ,
চলছে চলুক রাজার আইন
না মানলেই লাগবে ফাইন,
ঘরে বাজারে ছ্যাঁকা খেয়ে,মরে বেঁচে আছি বেশ।
(৫০) হিসেব
অচিন্ত্য সরকার
ভাইরাস,পঙ্গপাল,ঝড়,বন্য ধাক্কা দিচ্ছে দিক,
পরের বছর ভোট,খেয়াল আছে তো সে দিক?
কাদের ভোটার মরলো বেশি,
মজবুত হলো কাদের পেশি?
ঠিক ঠাক হিসেব গুলো রাখাটা চাই সব দিক।