(৪১) ইটি..নেস
              অচিন্ত্য সরকার

চোখ বন্ধ করে বাঁচা টা যদি প্রাক্টিকালিটি      
বৃদ্ধ মা বাবা কে বোঝা ভাবাটা নেসাসিটি।
স্বার্থপর ভোগই যদি হয় ফুলনেস
দরজা বন্ধ রাখাটা তখন কুলনেস,
মিথ্যে বলাটা প্রয়োজনীয় পার্সোনালিটি।

         (৪২)    দাবী
                   অচিন্ত্য সরকার

মদের জন্য মনটা উথাল,প্রাণটা যাই যাই
লাইন দিতে রাজি আছি,মদ টা যেন পাই।
মদের জন্য মরলে আফশোষ রবে
করোনায় মরলে কি বা ক্ষতি হবে?
মদের যেন ঘাটতি না হয়,এই দাবী জানাই।       
        


         (৪৩) আমি 
           অচিন্ত্য সরকার 

কোর্ট বলো, আইন বলো,আসল হলাম আমি 
আইন যেটা আমি করি, সেটাই আসল দামী,
কাজ নেই কাম নেই,শুধু চাই টাকা 
যা কাজ আমি করি,চুপ কর ন্যাকা,
বেশি ঘেও করতে এলে,করেই দেবো আসামী। 


             (৪৪) খেল্
                    অচিন্ত্য সরকার 

মোষের শিং পালিশ করতে ষোল লাখের তেল
লালুরা খায় ঘি দুধ জনতার মাথায় ভেঙে বেল, 
জয়োধ্বণী দাও নেতা নামে বারবার 
ভোট ব্যাপারীর ছুরি মারার কারবার,
মানুষে খেলো পশুর খাবার,দেখে যারে খেল্।


      (৪৫) ভরিয়ে তোলো
                    অচিন্ত্য সরকার
যাবার কথা কে বা জানে,ভাবনার তাই হয় না মানে,
এসো প্রিয়ে,মুহুর্ত টুকু ভরিয়ে তুলি কবিতা ও গানে।
আসার যখন আসুক মরণ
ফুলে ও চন্দনে করব বরণ,
প্রেমে আমায় ভরিয়ে তোলো,পুরোপুরি দেহে-প্রানে।