(৫৬)আগুন
               অচিন্ত্য সরকার
      
আলুতে আগুণ,বেগুনে আগুন,আগুন বাজার ময়,
মাছ মাংসের ধার দিয়ে গেলেই ছ্যাঁকা খেতে হয়।
উন্নয়নের পাহাড় বুকে
ওরে বাচা থাকনা সুখে,
ফায়ার ব্রিগেড দেয় পাহারা,আগুনে কিসের ভয়?

           (৫৭) পুষ্টি
                 অচিন্ত্য সরকার

পেটে না খেলে ভালো,পিঠে কি আর সয়?
পুষ্টি টা চাই পাকাপাকি করতে শত্রু জয়।
পুষ্টি বাড়াও তর্ক গিলে
দু'টি পাখি একটা ঢিলে
এ ওর ঘাড়ে দোষটা দিলে,কিসের আর ভয়?  

               (৫৮)ঢপ
                   অচিন্ত্য সরকার

নকুল দানা,গুড় বাতাসা সঙ্গে আছে নিম্বু পানি,
পুষ্টি সুখে ঢেঁকুর তুলে,আম জনতা টানছে ঘানি;
হাওয়ায় উড়ছে লালিপপ
যার যা ইচ্ছে দিচ্ছে ঢপ,
দু’কান কাটা দাপিয়ে ঘোরে,মুখ লুকিয়ে মানী।

             (৫৯)লোভ
                    অচিন্ত্য সরকার

শাকচূর্ণি করবে পূণ্যি,মন্দিরে দেয় ভোগ
আলতা পেড়ে শাড়িতে লুকিয়ে রেখে নোখ।
হিংসা ঢাকা বড়ই জ্বালা
মুখে লাগায় পালিশ গালা,
লোভটা ফুরুৎ বেরিয়ে গেল,দিয়ে দু’টি চোখ।

             (৬০)ডিজিটাল
                           অচিন্ত্য সরকার

জিদ ধরেছে রহিম মিঞা সাইবার ক্যাফে বসে
ই-মেল করে পাঠাবে জোড়া কাঁঠাল বিদেশে।
খালুর পো সেথায় থাকে
স্বপ্নে এসে তারে ডাকে,
মিঞা ভাবে সেথায় যাবে ডিজিটালের বেশে।