(৫১)ভোটার
এখানে তাজা আঠারো বিনা চিকিৎসায় মরে
এখানে ঘুমন্ত শ্রমিকের,প্রাণ যায় বে-ঘোরে,
টুশব্দ টা কেও করে না
যাগযজ্ঞ কেও করে না,
ভোটাররা দেয় জয়ধ্বণি,দু'হাতে ধামা ধরে।


                (৫২)ঘাস কাটা
করোনার পড়ল থাবা বলিউডের উপরে
যজ্ঞে পোড়ে খাঁটি ঘি,অপুষ্টি দেশ জুড়ে,
ফ্রিজারে ভরা লাশ
বাঘে বসে কাটে ঘাস
ঝড় আসে নীচে,ত্রাণলক্ষ্মী যায় উপরে।

                (৫৩)গোঁফে তেল
গাছে কাঁঠাল গোঁফে খাঁটি সরষের তেল
না মাখলে মাথায় ভাঙি,মস্ত কাঁচা বেল,
আয়ুর্বেদ সারাবে সাত দিনে
ভ্যাকসিন হবে দেশ স্বাধীনে,
বিশ্ব জুড়ে খবর উড়ে,দেখবি আয় খেল।

                (৫৪)ঠেলা
ঠগ বাছতেই তো গাঁ উজাড়,শূণ্য সাধের ঘর
রাঘব বোয়াল কিলবিলাক,চুনোপুটি তো ধর
ভুল করে পাই ত্রাণে টাকা
ঠেলার নাম বাবাজি,কাকা,
খেয়েছি তো কি হয়েছে,আমি কি তোর পর?

                (৫৫)মহেশ্বর জানেন
ঝুলবে কারা,ঝোলাবে কারা,মহেশ্বরই জানেন
মানুন না মানুন,যে যার মতো বিবৃতি দেবেন,
সি.আই.ডি-না-সি.বি.আই.
সত্যি টা কি জানতে পাই?
তদন্ত চলবে,আইন বাবু আপন পথেই চলেন।