[৮৬] তাড়াহুড়ো
                      অচিন্ত্য সরকার

প্রেয়সী কয়,হাড়ে ধরেছে ক্ষয়,চল্লিশে হয়েছি বুড়ো,
শুনছেন ভগবান বাবু,এত কেন নেবার তাড়াহুড়ো?
বেশ তো আছো রসে বশে ঐ স্বর্গলোকে
আমরা মরি সেক্রেটারির হাজার কোপে,
যৌবন থাকে এক’শ বছর,এমন কল হয় না,খুড়ো?


[৮৭]গাছের পাতা
                         অচিন্ত্য সরকার

তোমার বাড়ির গাছের পাতা,পড়বে কেন আমার বাড়ি?
লাখ টাকার বাড়ি আমার,গাছ কেটে দাও তাড়াতাড়ি।
গাছ যে দেয় প্রান বায়ু
দিচ্ছে ছায়া,দিচ্ছে আয়ু
জ্ঞানের কথা ছাড় বাপু,করতে যেওনা বেশি বাড়াবাড়ি।


         [৮৮]তন্ত্রমন্ত্র
                        অচিন্ত্য সরকার

হাতে আছে রাজ দন্ডা,মারব কষে দান্ডা
ইচ্ছা খুশি যাওয়া আসা,করে দেব ঠান্ডা;
আমরা যতই বলব গণতন্ত্র
বুঝবে তোমরা শোষণ-মন্ত্র
গোলে মালে-মালে গোলে লুটে খা আন্ডা।


         (৮৯)ভোটের হাওয়া
                 অচিন্ত্য সরকার

ভোটের হাওয়ায় উঠল মাতন জোর তালে
নতুনতো নয় এটা,হয়ে থাকে কালে কালে
উড়িয়ে দাও ফানুস রঙিন
দেশ সেবায় আসবে সুদিন
খরচটা পুষিয়ে যাবে,উপরি পাওয়া মালে।




              (৯০)ভোট কালচার
                     অচিন্ত্য সরকার
                      
ভোট কালচার,ভোট কালচার চতুর ভালচার
দেশ সেবার নাম করে মাল ঝাড়, মাল ছাড়,
ভোটারের পায়ে রাখি মাথা
হজম করি,বলুক যত যা তা
ভোট মিটে গেলে দেখে নেব সাধ্য কত কার।