(৮১)সর্ষের ভুত
       অচিন্ত্য সরকার

সর্ষে খেতে পড়লে গরু,খোয়াড়ে দেয় চাষা,
সর্ষের ভুতে গরু খেয়ে,প্রাসাদ বানায় খাসা।
ভুতের মামার মস্ত পেট
দুধ কলার চাই যে ভেট
সর্ষের তেল মালিস করে কেনে ভালবাসা।


      (৮২)চালাক
            অচিন্ত্য সরকার

জ্ঞানের বোঝা বুকে পিঠে,উচু-নাকী চালাক
পান থেকে চুন খসে যদি,দিয়ে দেবে তালাক,
এতই যদি নিখুঁত চাই
মর্ত্যলোকে কাজ নাই
স্বর্গ লোকের টিকিট কাট,লাগে লাগুক যত লাখ।


[৮৩]ত্রিদেবেরে স্মরি
                 অচিন্ত্য সরকার

নাচছে ঘোড়া,নাচছে হাতি,রাজা মশায় যাচ্ছে কাশি
উচ্ছে,ঝিঙে,পটল,মুলো,আদার হচ্ছে হুপিং কাশি।
হাড় মাংস চচ্চড়ি,কি যে করি,মরি মরি
পদ্মাসনে নয়ন মুদে,  ত্রিদেবেরে স্মরি,
মুদির দোকান মলছে দু’কান,রান্না ঘরে কাঁদে মাসি।


[৮৪]বজ্জাতি
                  অচিন্ত্য সরকার

বজ্জাতি চলছে অনেক,ধরে শক্ত করে ধামা
মানুষ হলে চিনতে তার,লাগে কি আর জামা?
পকেট সুখে বিচার আচার
মা বোনও তাই হচ্ছে পাচার
ঠেঁকো দিয়ে আছে মামা,যেমন খুশি তোরা কামা।

             [৮৫]দূষণ মন্ত্র
                  অচিন্ত্য সরকার

হৃদয় টুকরো আলে আলে,মন মজেছে ডিজিটালে
সংখ্যা টিপেই দিন গেল,দেখব কি আর কালে কালে;
হাতের মুঠোয় বিশ্বভুবন
কাঁদে তবু একলা এ মন
দূষণ মন্ত্র যন্ত্র মানুষ বলে চলে সাঁঝ সকালে।