অ্যাসিড বৃষ্টি
অচিন্ত্য সরকার
চাতক চেয়ে ছিল বৃষ্টির দিকে
বৃষ্টি এলো,তবে অ্যাসিড বৃষ্টি
চাতকের শরীর ঝলসে গেল
তৃষ্ণা মিটল না।
কাঠফাঁটা রোদে অপেক্ষা করে
অর্ধেক ঝলছে তো ছিল আগে
ভেবেছিল বৃষ্টি জ্বালা কমাবে
পুরো ঝলসে দিল।
কেও কি শুদ্ধতায় ভরসা রাখবে
কেও করবে চাতক-নিষ্ঠ অপেক্ষা
এঁদো ডোবার দোষ কি আর
বৃষ্টি যদি বিষ হয়!
দেবলোক থেকে সৃষ্টির বার্তা বৃষ্টি
শুষ্ক মাটির বুকে পেলবতা আনে
তার রাগও তো উষ্ণ অভিমান
অ্যাসিড হবে কেন!