অবসাদ
            অচিন্ত্য সরকার

সময় থমকে আছে অলস শয্যায়
জীবনের নীলাকাশে মেঘের ঠিকানা
সব কিছু স্বাদহীন কেমন অচেনা,
মনের পেখমে তিক্ত অলসতা বয়।

বিশ্বাস মরতে বসে সন্দেহ কারায়
কৃষ্ণ চূড়া রঙে লাগে রক্তের আচড়
বুক তোলপাড় হয় মুচড়ে পাঁজর
হাসিরা লুকিয়ে যায় অশ্রুর ধারায়।

হঠাৎ কেমন যেন গ্রন্থিরা শিথিল
লেপের তুলো আগের উষ্ণতা বোনেনা,
ভঙ্গুর ঋজুতা ভোলে প্রেমের কল্পনা
বুকের দরজাগুলো বেদনায় খিল।

বিষাদের অবসাদে জীবনের রেখা
সরল বিবর্ণ হয়ে শীতল অদেখা।