অভিমূণ্য
অচিন্ত্য সরকার
অভিমূণ্য চক্রব্যূহ-প্যাঁচে পড়ে আটক।
পাশে আত্মীয়,বন্ধু,আপনজন,
কিন্তু সবাই বিরোধী শিবিরে।
অনুভব করতে পারে,সবাই অঙ্ক কষছে।
জন সমখ্যে তা মানে না মানে,
ব্যস্ত সকলে আপন কারবারে।
বাঁচার চেষ্টায় সহযোগি খুঁজতে হয়রান।
সুহৃদ পান্ডব বহু যোজন দূরে,
একাই জাল কাটার মন্ত্র খোঁজে।
অবশিষ্ট বিবেকটুকু গুরুর বাণী শোনায়।
মানুষকে অবিশ্বাস করা পাপ,
সরল মন,সরলরেখায় বোঝে।
সপ্তরথীর কুটিল গেরিলা যুদ্ধ নকশা।
ন্যায়,সমতা আর যুদ্ধের নীতি,
সব অকেজো পুরনো প্রযুক্তি।
অভিমূন্য অন্যায় সমরে পড়ে পরাহত।
মহোল্লাসে ফাটে,যত অত্যাচারী,
ইতিহাস জুড়ে জয়ের প্রশস্তি।