অভিমানী মেঘ বালিকা
অচিন্ত্য সরকার
অভিমানী মেঘ বালিকা,অভিমান ভাঙো
অভিমান তোমার নায্য অতি, নেই তাতে সংশয়,
লোভী মানুষের দূষণ চিটে হাত,করেছে অপমান,
তাইতো ভূলে জীবনের গান, করে আছো অভিমান।
ওগো অভিমানিনী, জানি সব জানি,তবু অসহায় আমি,
বোঝাতে নিষ্ঠুর জনে, কেন গাছ চাই বেশী বেশী আরও,
কী উপকার আছে বনে! বুঝতে চায় না স্বার্থ-অবুঝ,
ছোটে বিলাসের মোহে,গাছ কাটে, জলা ভরে,
শীত-তাপ নিয়ন্ত্রক লাগায় প্রাসাদ ঘরে,গাড়িতে,
অফিসে, বিলাসে বৈভব, আনছে ডেকে মৃত্যু-দ্যূতে,
বুঝবে এরা আর কবে!
তাই তো তুমি মেঘ বালিকা,হয়েছো অভিমানী।
কিন্তু,বলো কি দোষ তাদের,ফসলের স্বপ্ন বুকে যাদের,
পথ চেয়ে আছে তোমার পানে, আল্লাহর কানে
আকুতি ঢালে মেঘ বৃষ্টির গানে গানে।
ওগো অভিমানিনী, মিনতি করি তোমায় নমি,
অভিমান ভোলো, আনো তাপ-হরা বৃষ্টি,
ফুলে ফসলে ভরে রক্ষা করো সৃষ্টি।