অভিমান
অচিন্ত্য সরকার
অভিমানের পাথার চেপে বুকে
দুঃখ টাকে লুকিয়ে রাখবো সুখে,
তবু বলতে আমি পারবো না মুখে
তোর জন্য কী আছে এই বুকে!
বুকের মাঝে যত্নে রেখেছি যারে
বুকের কথা,মুখে বলবো না তাঁরে,
মনের কাছে মন রেখে যদি পারে
হৃদয়ের কথা বুঝতে হবেই তাঁরে।
সব কথা বলবো কেন তারে মুখে
যে আছে লুকিয়ে আমার বুকে,
হাজার রকম ছলনা থাকে মুখে
দুঃখ চেপে রই অভিমানী সুখে।
বুকের মাঝে লুকিয়ে রাখা কথা
বুকে থাক হয়ে,না-বোঝার ব্যাথা।