আকাল
অচিন্ত্য সরকার
দূষণ জরায় অতিষ্ঠ ধরা
ঋতুগুলো সব মনমরা
সময় মেনে দেয় না ধরা
কালের আকাল।
গ্রীষ্ম শুধু দাপট বাড়ায়
বর্ষা যে তার ছন্দ হারায়
শরৎ সুষমা দ্রুত পালায়
মেলে না তাল।
হেমন্ত হয়েছে ডুমুরফুল
শীত খেয়ালেই পথ ভূল
নলেন নেই শীত ব্যাকুল
স্বাদের আকাল।
বড়ই ক্ষণিক বসন্ত রাজ
পলাশ যেন ভোলে সাজ
দক্ষিণ বাতাস ব্যস্ত আজ
বড়ই বেতাল।
স্বাদ নেই সবজি মাছে
শ্রদ্ধা ভক্তি শিঁকেই নাচে
সুজন নেই হাতের কাছে
এ কোন সকাল!