আগাছায় ভরেছে বাগান
মালী ধরেছে সুরেলা গান
মুখে দিয়ে মিষ্টি পান।
গাঁটে গাঁটে ধরেছে বাত
কাজ বিশেষ করে না হাত,
ভাবনা শুধু জাত বেজাত।
আগাছার দাপটে অতিষ্ট
ফুল ফলের গাছ অবশিষ্ট
লুকিয়ে মুখ ভদ্র শিষ্ট।
আগাছার জাত কি আর?
উপড়ে না দিলে ফসল মার,
সাফ কর,দিয়ে নিড়ানী ধার।