আধা
অচিন্ত্য সরকার
নিত্য দেখি পথের বাঁকে
ঝরছে কতো কলি,
চাইনা কেও চোখটা তুলে
উদাস যাই চলি।
তর্কে থাকি,সেবা মাপি
সেলফি সুখে মত্ত,
কাজের সময় এলে পরে
চাপাই যত শর্ত।
ফুল তো হতে আসে সবাই
সুযোগ কোথায় পায়,
পোকা কাটা কেনা কাটায়
অকালে ঝরে যায়।
আকাশ,বাতাস,জল,মাটি
সবার জন্য সমান,
দখলদারির মোহে কেও
কাটে আপন কান।
রোগ,শোক,তোষণ,দূষণ
নিত্য পায়ে বাধা,
মানুষ হয়ে জন্ম নিয়েও
কাটায় জীবন আধা।