তখন অনেক রাত
আঁখি যুগলে নেই ঘুমের ছায়া
ঘুম যেন অভিমান করেছে
আজ আর দেখা মিলবে না
নির্ঘুম স্বপ্নে কেটে যাবে সারাটি রাত।
কারন শুধু একটাই
তুমি ভালোবাসো বলনি আমায় ।
নিশীথিনী চন্দ্রিকায় আমি একাকার
তুমি হয়তো ঘুমে বিভোর অপেক্ষায় দিবাকর ।
বশে পরলাম কাগজ কলম নিয়ে
তোমায় নিয়ে লিখবো কবিতা
গান আর ছন্দের কল্প কথা ।
মনটা অনেক খারাপ একটুও
লিখতে দিচ্ছে না আমায়
ও যেন আজ রেগে আছে ভিশন।
কারন শুধু একটাই
তুমি ভালোবাসো বলনি আমায়।
পশ্চিমের জানালা খুলে অসিম
আকাশের দিকে তাকিয়ে আছি
দেখবো বলে চাঁদের মায়াবী মূখ
চাঁদটা যেন বারবার
তোমার রুপের কাছে হার মানছে
আর লজ্জায় লুকিয়ে যাচ্ছে মেঘের আড়ালে !
এই দৃশ্য দেখে
আমার হৃদয়ে আনন্দের অনিল বইছে
তবে এই আনন্দের কোনো মূল্য নেই
কারন শুধু একটাই
তুমি ভালোবাসো বলনি আমায়।