একদিন শান্ত সকালে
তোমার মধুর কণ্ঠে নিদ্রা ছন্ন হলো।
নিত্য অপেক্ষায়,আমি একা নির্জনে
বসেছিলাম তোমার অপেক্ষায়
দেখবো তোমায় আপাতত নয়নে ।
তুমি তখন রপ্ত পায়ে হেঁটে যাইতেছিলে বিদ্যা-পিঠে,
আমার দিকে তাকিয়ে মিষ্টি করে
হাসলে তুমি চোখের অগোছালো।
আমি উল্লাসে বললাম বসে
তোমায় নিয়ে লিখা আছে শত কবিতা !
তুমি তখন এসে বললে হেসে
দেখবো আমি এসে
আমায় নিয়ে লিখা আছে যতো কবিতা,,!

আমি তখনে আনন্দে হলাম আত্মহারা।
আমার প্রতিটি  হৃদস্পন্দন ও নিঃশ্বাস
কেনো যেন পাচ্ছে তার ভালোবাসার আশ্বাস ।
মনে হলো হৃদয়ের  মেঘে ঢাকা আকাশটা
রংধনুর রঙে রঙ্গিন হয়ে স্বচ্ছতা ফিরে পেয়েছে ।
অবশেষে,,,,
লিখতে বসলাম তাহা মনে ছিল মোর যাহা
তোমায় নিয়ে শত-জাতনা।
তারপর,,,,
আমি অনেক ভাবিলাম
সত্যি কি তোমার প্রেমে পড়িলাম !
অবশেষে বুঝলাম ,
মনে মনে হাসলাম,
নিজেকে বোঝালাম,
তোমারই  মাঝে হারালাম ।।

* রচনা কাল: ০২/০৫/২০১৭ *