শুধুই বদলে যায় নির্দিষ্ট আবাস
কিছু চিঠি চলে যায় ভুল ঠিকানায়
কারো সুখ ক্ষয়ে যায় কিছু সুখী পা'য়
মৌলিক কিছু যুবক শূন্যতায় ঘাস।
যে - নারী আকাশে চাঁদ পূর্ণিমা আভাস
বিপুল আলোর বুকে প্রিয় অন্ধকার
অনিদ্রার চারু বিষ দেহ জুড়ে যার
আমার অস্তিত্ব জুড়ে তার বসবাস।
পর্যাপ্ত যৌগিক সুখ গ্রাস করে তারে
জরাগ্রস্ত শুদ্ধ প্রেম প্রকৃত অক্ষর
প্রাপকের কষ্ট জমে অস্থি'র গ্রন্থনে ;
তার চোখে সর্বনাশ তবু চুপিসারে
বিলুপ্ত প্রাচীন মুখ, মূদ্রিত স্বাক্ষর
স্বপ্নের কবিতা বদ্ধ সুবর্ণ কংকনে।।