সেই শেষ বার কবে বেঁচে ছিলাম
দূর অতীতের গহবরে - আনন্দিত ;
উষ্ণ শোণিতে ভালোবাসা উড়িয়ে দিলাম
আকাঙ্ক্ষার আলোড়নে ভীষণ ছন্দিত।
মৃত নক্ষত্রের মতো সব শূন্যতায় বিলীন
ক্ষুধিত চোখ অসহিষ্ণু - অচঞ্চল - স্থির
অজস্র আর্য শ্লোক, প্রসন্ন টীকা, ধূলায় মলিন
বিধবস্ত বালিয়াড়ি ক্ষমা প্রার্থী,নতজানু নতশির।
আলোহীন বর্তমান দেবে যায়, চোরাবালি মন।
মৃত্যু - ই শাশ্বত, মৃত্যু - ই জীবন।।