সরল মৃত্যু দোলায় কাঠের আলনা
নিঃসঙ্গ দেয়াল জুড়ে সাদা চুনকাম
ক্ষয়িষ্ণু প্রলেপ ঝরে মগ্ন ছিমছাম
উল্টে আছে ক্যালেন্ডার অনন্ত চেতনা।
ম্লান চোখে স্থির দৃষ্টি কালের গহনে
আদিঅন্ত পদাংকিত পাতা ঝরা পথে
পথিকেরা ভেসে যায় সময়ের স্রোতে
তবু কিছু রয়ে যায় স্মৃতির দহনে।
এই মহাসত্য মাঝে ঝুলে থাকে আত্মা!
ধূসর কষ্টে নিমগ্ন বিবর্ণ যুবক -
তীরবিদ্ধ ডান হাতে ধরে রাখে ফুল;
অগ্নিকুন্ডে দগ্ধ হয় কাব্যময় সত্ত্বা
অসময়ে বাঁক নেয় জীবনের পথ
অতীতে বিলীন হয় অস্তিত্ব বিপুল।