বন্ধ্যা স্মৃতির অলৌকিক জাহাজ
বিষাদমগ্ন পোতাশ্রয়ে মুখ থুবড়ে পড়ে।
প্রলিপ্ত বিস্মৃতির বালিয়াড়ির বুকে
ডানা মেলে ক্রৌঞ্চ মিথুন,
খাঁজ কাটা স্বপ্নের গহনা নৌকা
পাশ কেটে যায় ;
সুরক্ষিত স্বপ্নের জটিল বাঁধনে
হাই তোলে নিরুক্ত রাত্রি মেঘ!
ব্রীড়ানত কিশোরীর মুখের আদল
চাঁদ হয়ে ফোটে।
চাহনির বিষক্রিয়ায় ঝলসিত প্রজ্ঞাপন
চিবুক ভংগিমা ;
বুকের জন্মতিলে কম্পিত ছায়ার ঢুলুনি
সবুজ সুরেলা।
বিবসনা নিদ্রালু মুখের সর্পিল সৌন্দর্যে
স্বেদস্ফটিকের শঙ্খবলয়,
মন্দ্র স্বরে ডাকে ত্রস্ত জলস্নানে
নির্মোহ নিমীল নয়ন
নিবিড় জলজ শরীর নিরুচ্চার দর্পণ
কোমল নিষ্ঠায় অনূদিত স্থির নিমন্ত্রণ ;
উন্মাদ সমুদ্র ভাঙে অতন্দ্র সৈকতে।
এলোচুলের ঘূর্ণিতে ব্রাত্যসংলাপ
নিষিদ্ধ নৈকট্যে দগ্ধ নিসর্গলোক,
সদ্য যৌবনবতী কিশোরীর অনাবাদী শরীরে
নির্গলিত ভালোবাসা জল হয়ে ঝরে।।