বিরস বসন্তের ক্লেদজ বিকেল গড়াগড়ি খায়
উন্মুক্ত বিস্মৃতির বৈরী ধূলায়। সূর্যের দহনে
বস্ত্রহীন অনার্তবা কিশোরী খোলে ফর্সা জমিন
দন্ডিত চন্ডাল উড়ায় দৃষ্টিবাজ। অপাপবিদ্ধ
অনূদ্ভিন্ন ব্রজবালিকা নিপীড়িত কুসুমের মতো
নত হয়ে আসে। প্রলুব্ধ সন্ন্যাসীর জটিল মাত্রা
ক্রমশঃ অশ্লীল। প্রতি পদক্ষেপে পিচ্ছিলতা আসে
প্রার্থনার বৃত্তান্তে বুঁদ নিদ্রালু চঞ্চুতে বৈরীতার
অম্ল বৃষ্টি নামে। অতর্কিত রতি কামনার অস্থির জোয়ারে
পদাবলী কন্যার কাশফুল শরীর নম্র
পরাক্রান্ত অশ্ব ক্ষমাশীল। কিশোরীর সোনারঙ জমিন
অকৃষ্ট পড়ে থাকে পত্রহীন বৃক্ষের ন্যায়।।