শীতার্ত নগ্ন পৃথিবী ছানি পড়া চোখ
সোনার পাঁসনে খসে বিকেলের ঘাসে
কুয়াশার মদ চাখি নীল ফুলে বসে
সম্মুখে আলোকিত পা' দুইটি অশোক।
ছাদের উপর চাঁদ ঝলসায় বুক
ইটের পাঁজরে দোলে সোনার লকেট
নীলাকাশে পুড়ে যায় রুপের রকেট
হৃদয়ের পাতে জ্বলে স্মৃতিময় মুখ।

সদা সমৃদ্ধ স্বপ্নের ঝকঝকে রথে
উপচে পড়া হাসির নিমগ্ন দোলাতে
সব প্রেম সব আশা করে দিয়ে মিছে ;
উপষিতা চলে যায়, অনিরুদ্ধ পথে
অলৌকিক করতল রেখে অন্য হাতে
মৃত প্রেমিকের লাশ পড়ে থাকে পিছে।।